বাংলাদেশের স্বাধীনতার পরবর্তি সময়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ১৯৭২ সালে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় গঠন করা হয়। বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হিসেবে এ মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ মন্ত্রণালয়ের আওতায় একটি মাত্র অধিদপ্তর রয়েছে। যা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নামে পরিচালিত। এ অধিদপ্তরে আওতায় ৬৪টি জেলায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় রয়েছে। যা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন ত্রাণ শাখা নামে পরিচালিত হয়। উপজেলা পর্যায়ে সকল উপজেলা পরিষদে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় রয়েছে। যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অধীন ত্রাণ শাখা নামে পরিচালিত হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়টি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ত্রাণ গুদাম-কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ০৩ (তিন) ভবনে অবস্থিত। এই ভবনটিতে সহজে আসতে হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা বাতায়ন গেইট দিয়ে প্রবেশ করতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS