একনজরে বর্তমান সরকারের ২০০৯-২০২৩ মেয়াদে মুন্সীগঞ্জ জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত কর্মসূচি/প্রকল্পের উন্নয়ন চিত্রঃ
গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) কর্মসূচি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে মুন্সীগঞ্জ জেলায় জনগণের দুর্যোগ ঝুঁকিহ্রাস এবং দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা ও সামাজিক নিরাপত্তামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়ে থাকে। গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) কর্মসূচীর আওতায় গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার, বিভিন্ন জনকল্যানমূলক প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাট, খাল/পুকুর খনন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে সোলার স্ট্রীট লাইট স্থাপন, বায়োগ্যাস প্রকল্প বাস্তবায়নসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো নির্মাণ/পুন:নির্মাণ করা হয়ে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে উল্লিখিত কর্মসুচির আওতায় বর্তমান সরকারের ২০০৯-২০২৩ সাল পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় ১৬১.৫১ কোটি টাকা/সমমূল্যের খাদ্যশস্য দ্বারা সাফল্যের সাথে এসকল প্রকল্প বাস্তবায়িত হয়েছে। প্রকল্পসমূহ বাস্তবায়নের ফলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ দরিদ্র জনগোষ্টির কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থ সামাজিক অবস্থা উন্নত হয়েছে।
ক্র:নং |
কর্মসূচির নাম |
উদ্যোগী মন্ত্রণালয় |
প্রকল্প এলাকা |
প্রকল্প বাস্তবায়ন মেয়াদকাল |
প্রকল্পের বরাদ্দ (লক্ষ টাকায়) |
বাস্তবায়িত/ চলতি |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
০১ |
গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/ কাবিটা) কর্মসূচি |
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় |
মুন্সীগঞ্জ |
২০০৯-২০১০ |
৪২৯.৮৭ |
বাস্তবায়িত |
০২ |
ঐ |
ঐ |
ঐ |
২০১০-২০১১ |
৪৩৪.৪৪ |
বাস্তবায়িত |
০৩ |
ঐ |
ঐ |
ঐ |
২০১১-২০১২ |
৭৮৮.৪৮ |
বাস্তবায়িত |
০৪ |
ঐ |
ঐ |
ঐ |
২০১২-২০১৩ |
৮৯৫.৩৬ |
বাস্তবায়িত |
০৫ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৩-২০১৪ |
৯৮৩.৫০ |
বাস্তবায়িত |
০৬ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৪-২০১৫ |
১০১১.৮৮ |
বাস্তবায়িত |
০৭ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৫-২০১৬ |
৭৭০.২৬ |
বাস্তবায়িত |
০৮ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৬-২০১৭ |
৯৩৮.৪৯ |
বাস্তবায়িত |
০৯ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৭-২০১৮ |
১৩০৮.৪৭ |
বাস্তবায়িত |
১০ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৮-২০১৯ |
২৭৯০.২০ |
বাস্তবায়িত |
১১ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৯-২০২০ |
১৪১১.৮৯ |
বাস্তবায়িত |
১২ |
ঐ |
ঐ |
ঐ |
২০২০-২০২১ |
৮৮১.৮৮ |
বাস্তবায়িত |
১৩ |
ঐ |
ঐ |
ঐ |
২০২১-২০২২ |
১৪৯৫.৬১ |
বাস্তবায়িত |
১৪ |
ঐ |
ঐ |
ঐ |
২০২২-২০২৩ |
২০১১.১৮ |
বাস্তবায়িত |
|
মোট ব্যয়িত অর্থ |
১৬১৫১.৪৭ |
|
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে মুন্সীগঞ্জ জেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় জনগণের দুর্যোগ ঝুঁকিহ্রাসের জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মান উন্নয়ন এবং দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা ও সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। সে লক্ষ্যে গ্রামীণ এলাকায় অপেক্ষাকৃত দুর্বল ও দরিদ্র জনগনের কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ এলাকায় খাদ্য সরবরাহ ও জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জবীনমান উন্নয়নে সোলার স্ট্রীট লাইট, সোলার হোম সিষ্টেম স্থাপনসহ জনকল্যানমূলক প্রতিষ্ঠান রক্ষনাবেক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়ে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে উক্ত কর্মসূচীর আওতায় বর্তমান সরকারের ২০০৯-২০২৩ সাল পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় ১৪৩.৫৪ কোটি টাকা/সমমূল্যের খাদ্যশস্য দ্বারা সাফল্যের সাথে এসকল প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
ক্র:নং |
প্রকল্পের নাম |
উদ্যোগী মন্ত্রণালয় |
প্রকল্প এলাকা |
প্রকল্প বাস্তবায়ন মেয়াদকাল |
প্রকল্পের বরাদ্দ (লক্ষ টাকায়) |
বাস্তবায়িত/চলতি |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
০১ |
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) |
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় |
মুন্সীগঞ্জ |
২০০৯-২০১০ |
৮২৬.২৫ |
বাস্তবায়িত |
০২ |
ঐ |
ঐ |
ঐ |
২০১০-২০১১ |
৮৩৪.৫০ |
বাস্তবায়িত |
০৩ |
ঐ |
ঐ |
ঐ |
২০১১-২০১২ |
৮৩৪.৭৭ |
বাস্তবায়িত |
০৪ |
ঐ |
ঐ |
ঐ |
২০১২-২০১৩ |
৮৫৭.৫৯ |
বাস্তবায়িত |
০৫ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৩-২০১৪ |
৯৪৩.৯৭ |
বাস্তবায়িত |
০৬ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৪-২০১৫ |
১০৫৯.৭০ |
বাস্তবায়িত |
০৭ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৫-২০১৬ |
১০৮০.৯১ |
বাস্তবায়িত |
০৮ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৬-২০১৭ |
১০৮২.০৮ |
বাস্তবায়িত |
০৯ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৭-২০১৮ |
১২০৬.৯৩ |
বাস্তবায়িত |
১০ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৮-২০১৯ |
১১৯২.২৮ |
বাস্তবায়িত |
১১ |
ঐ |
ঐ |
ঐ |
২০১৯-২০২০ |
১০৭৯.৫৮ |
বাস্তবায়িত |
১২ |
ঐ |
ঐ |
ঐ |
২০২০-২০২১ |
১২১০.৮০ |
বাস্তবায়িত |
১৩ |
ঐ |
ঐ |
ঐ |
২০২১-২০২২ |
১০৩৬.৩৫ |
বাস্তবায়িত |
১৪ |
ঐ |
ঐ |
ঐ |
২০২২-২০২৩ |
১১০৮.৭০ |
বাস্তবায়িত |
|
মোট ব্যয়িত অর্থ |
১৪৩৫৪.৪১ |
|
“গ্রামীণ রাস্তায় ১৫ মিঃ দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ” প্রকল্পঃ
দুর্যোগ ঝুকিঁহ্রাস কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্তক গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের মাধ্যমে বর্তমান সরকারের ২০০৯-২০২৩ মেয়াদে মোট ৭৬৪১.৪৬ লক্ষ টাকা ব্যয়ে ২৯১টি সেতু/কালভার্ট নির্মিত হয়েছে। নির্মিত সেতু/কালভার্টসমূহ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে অত্র জেলার আর্থ সামজিক অবস্থা পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালনে করেছে।
গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন এন্ড (এইচবিবি) করণ প্রকল্পঃ
দুর্যোগ ঝুকিঁহ্রাস কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তক গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন এন্ড (এইচবিবি) করণ প্রকল্পের মাধ্যমে বর্তমান সরকারের ২০০৯-২০২৩ মেয়াদে মোট ৪২৯৮.৯১৫ লক্ষ টাকা ব্যয়ে ৭৭টি রাস্তা এইচবিবি করণ করা হয়েছে। নির্মিত রাস্তাসমূহ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে অত্র জেলার আর্থ সামজিক অবস্থা পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালনে করেছে।
বন্যা প্রবণ ও নদি ভাঙন এলাকায় বন্যা আশ্রয়ন কেন্দ্র নির্মাণ প্রকল্প
দুর্যোগ ঝুকিঁহ্রাস কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তক বন্যা প্রবণ ও নদি ভাঙন এলাকায় বন্যা আশ্রয়ন কেন্দ্র নির্মাণ প্রকল্পের মাধ্যমে অত্র জেলায় ৩০৭৮.৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১৫টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মিত হয়েছে। আশ্রয়কেন্দ্র সমূহ নির্মাণের ফলে দুর্যোগ কালীন সময়ে বিপদাপন্ন মানুষ ও তাঁদের গুরুত্বপূর্ণ সম্পদ এবং প্রাণী সম্পদের সুরক্ষা প্রদান, দুর্যোগ ঝুঁকিতে থাকা দরিদ্র জনগোষ্ঠী ও প্রাণী সম্পদের দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং প্রকল্পভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বহুমূখী ব্যবহারের উপযোগী করাসহ ছাত্র-ছাত্রীদের উন্নত পরিবেশে শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হয়েছে।